কিয়েভসহ ইউক্রেনের কয়েকটি অঞ্চলে বিস্ফোরণ

শেয়ার

ইউক্রেনের সেনাবাহিনী বৃহস্পতিবার সকালে কিয়েভ এবং দেশের অন্যান্য অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে। এ সময় লোকজনকে বোমা আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে।

কিয়েভের বেসামরিক ও সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে লিখেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী কিয়েভের দারনিটস্কি জেলায় বিস্ফোরণের বিষয়টি রেকর্ড করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসের তথ্য যাচাই করা হচ্ছে। সেখানকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল বলেও উল্লেখ করেন তিনি। সের্হি পপকো জানান, বিস্ফোরণের কারণে সেখানকার একটি ব্যবসাকেন্দ্রে আগুন ধরে যায়।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকোর মতে, ডেসনিয়ানস্কি জেলায় একটি বিস্ফোরণ রেকর্ড করা হয়েছে। তিনি টেলিগ্রামে জানিয়েছেন, ‘রাজধানীতে হামলা অব্যাহত রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে, কেউ আশ্রয়কেন্দ্র ত্যাগ করবেন না!’ইউক্রেনের সামরিক বাহিনী কেন্দ্রীয় ভিন্নিতসিয়া অঞ্চলে ‘ক্রুজ ক্ষেপণাস্ত্র’ হামলার কথাও জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম পশ্চিমে প্রায় ১০০ কিলোমিটার দূরে খমেলনিটস্কিতে বিস্ফোরণের খবর দিয়েছে।

সেনাবাহিনী জানান, ইউক্রেন জুড়ে একটি বিমান সতর্কতা কার্যকর করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.