কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশিসহ নিহত ৬

শেয়ার

কাতারে একটি মোটরসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ প্রবাসী বাংলাদেশিসহ অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও। নিহত চার বাংলাদেশিদের মধ্যে দুজনের বাড়ি ফেনীতে, দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত বাকি দুজন পাকিস্তানি নাগরিক।

 

স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও।

ফেনীর নিহতরা হলেন ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান ও দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ।

 

চলতি বছরের ১৪ জানুয়ারি কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হন এবং আহত হন দুজন। কাতারের আল শামাল হাইওয়ে সড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.