করোনায় মৃত ৫১ জন সম্পর্কে যা জানানো হয়েছে

শেয়ার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫১ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৫৪৭ জনে। এছাড়াও একই সময়ে ৩ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। এদিকে একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।

মৃত ৫১ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৪০ জন পুরুষ ও ১১ জন নারী। এ পর্যন্ত ২ হাজার ১১ জন পুরুষ এবং ৫৩৬ জন নারী মৃত্যুবরণ করেছেন। শতাংশ বিবেচনায় পুরুষ মৃত্যুর হার ৭৮.৯৬ ও নারী মৃত্যুর হার ২১.০৪ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১১ জন, ৮১-৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৪ জন এবং খুলনা বিভাগে ৬ জন মৃত্যুবরণ করেছেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.