কমলনগরে সাড়ে ৩ হাজার দরিদ্র পরিবার পাবে হাঁস মুরগী কবুতর ও ভেড়া

শেয়ার

লক্ষ্মীপুরের কমলনগরে ৭টি ইউনিয়নে ৩ হাজার ৫’শ পরিবারকে হাঁস মুরগী কবুর ও ভেড়া প্রদান করবে সরকার। উপকূলীয় চরাঞ্চলে দরিদ্র পরিবারের পুষ্টি, আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে প্রাণি সম্পদ দপ্তর এ প্রকল্প হাতে নেয়। সোমবার (১১ জুন) দুপুরে উপজেলা স্পদন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর এ সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন, প্রাণি সম্পদ দপ্তরের চট্রগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমিতয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, প্রকল্প পরিচালক ডা. নিতাই চন্দ্র দাস, লক্ষ্মীপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আইয়ুব মিঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আকতারুজ্জামান। এসময় কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমসহ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এ সময় প্রকল্প পরিচালক ডা. নিতাই চন্দ্র দাস তার বক্তব্যে বলেন, উপকূলীয় চরাঞ্চলে প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কমলনগরে ৭ ইউনিয়নে সাড়ে ৩ হাজার পরিবারকে সাবলিম্ব করার লক্ষ্যে ভেড়া, হাঁস মুরগী কবুতর প্রদান করা হবে। এসব প্রাণীদের জন্য করে দেওয়া হবে ঘর এবং খাবার, প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হবে। উপকার ভোগীদের দেওয়া হবে প্রশিক্ষণ। এতে দরিদ্র পরিবারে পুষ্টি আয় জীবনযাত্রার মান উন্নয়ন হবে। নারীরা হবে আর্থিক ভাবে স্বর্ণিভর, হ্রাস পাবে লিঙ্গ বৈষম্য। ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি পাবে। লক্ষ্মীপুর সদর ও রামগতিতেও একই প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রসঙ্গত; দেশের বরিশাল ও চট্রগ্রাম বিভাগের ৭টি জেলার ১৬টি উপজেলার ৬৮টি ইউনিয়নের ৩৪ হাজার ৪’শ ৮জন দরিদ্র পরিবারকে প্রকল্প হতে সহায়তা দেওয়া হবে। এদের মধ্যে ১৭ হাজার পরিবারকে ২০টি করে হাঁস, ১০ হাজার ২০০ পরিবারকে ২০টি করে মুরগী, ৬ হাজার ৮’শ জনকে ৩টি করে ভেড়া, ৬৫জনকে দেওয়া হবে কবুতর। এসব পশু পাখি পালনে দেওয়া হবে ঘর ও প্রশিক্ষণ।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.