কমলনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী।

আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক মো. নুর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুনুর সেলিম ও কমলনগর থানার সাব-ইন্সপেক্টর কামরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
এসময়, সভাপতি ইমতিয়াজ বলেন,
বিশ্বব্যাপী ভোক্তা অধিকার প্রতিষ্ঠার আন্দোলন দীর্ঘদিন চলছে। পৃথিবীর বেশির ভাগ দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আছে। আমাদের দেশেও আইন রয়েছে। আইনের মূল উদ্দেশ্য হলো-ভোক্তাদের অধিকার সংরক্ষণ, উন্নয়ন, ভোক্তা অধিকার বিরোধী কাজ প্রতিরোধ, ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অভিযোগ নিস্পত্তি, নিরাপদ পণ্য বা সেবা পাওয়া ব্যবস্থা, কোনো পণ্য বা সেবার ব্যবহারে ক্ষতিগ্রস্ত ভোক্তাকে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা, পণ্য বা সেবা ক্রয়ে প্রতারণা রোধ এবং ভোক্তা অধিকার ও দায়িত্ব সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.