কমলনগরে বেপরোয়া গোস্ত ব্যবসায়ী, হয়রানির শিকার ক্রেতারা

শেয়ার

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে ঈদ উপলক্ষে গোস্ত কিনতে বেপরোয়া দাম গুনতে হচ্ছে ক্রেতাদের।

বিগত দিনের ৬শত টাকা থেকে ৬শ ৫০ টাকার পরিবর্তে বর্তমানে ১ থেকে দেড়শো টাকা বেশি দিতে হচ্ছে প্রতি কেজি গোস্ত কিনতে।

১ মে (সোমবার) গোস্ত ছয় শত টাকা বা ৬শত পঁঞ্চাশ টাকা বিক্রয় হলেও ২মে (সোমবার) হাজিরহাট গোস্ত বাজারে গোস্ত ব্যবসায়ী আমির হোসেন, জয়নাল আবেদিন, মিজান, কামালের দোকান পরিদর্শন করে প্রতি কেজি চর্বি বা হাড় ছাড়া গরুর গোস্ত ৮শত টাকা ধরে বিক্রয় হচ্ছে, মাঝে মধ্যে তাতেও দেখা যায় হাড় বা চর্বির কমতি নেই।

ক্রেতাদের সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে বলে দিন দিন গোস্তের দাম বেপরোয়া হারে বেড়ে ক্রয় ক্ষমতার বাহিরে চলে আসছে। দীর্ঘ দিন হাজিরহাট বাজারে লাগামহীন দাম নেওয়ার দেখা মিলেনি কোন প্রতিকারের।

হাজিরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান সাংবাদিকদের বলেন আপনার প্রশাসনাকে জানান এতে আমার কি করার আছে।

কমলনগর উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুদম পুষ্প চাকমাকে মুঠোফোনে জানালে তিনি ব্যবস্থা নিবে বলে জানান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.