কমলনগরে পুকুরে ডুবার ৭ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

শেয়ার

লক্ষ্মীপুর কমলনগরে নিখোঁজের ৭ ঘণ্টা পর পুকুর থেকে সিয়াম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা গেছে, উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চর পাগলা গ্রামের রাজ্জাক চৌধুরী বাড়ির ইউসুফ আলীর ছেলে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আনুমানিক দুপুর ১টার দিকে পুকুর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

পরে তার খেলার সাথীদের মাধ্যমে পরিবারের স্বজনরা জানতে পারেন খেলতে গিয়ে‌ খলিফা রোড পর্বতের মোড় সরকারি পুকুরে পড়ে ডুবে যায়।

স্বজনরা এসে অনেক খোঁজা খুঁজির পর সিয়ামকে না পেয়ে কমলনগর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর ২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে চাঁদপুর ফায়ার সাভির্সের ডুবুরি দলকে খবর দেন। এরপর ডুবুরিদলের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে অবশেষে সিয়ামের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে কমলনগর ফায়ার সার্ভিসের লিডার আবু জাফর তালুকদার বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় পুকুর থেকে শিশু সিয়ামের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.