কমলনগরে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

শেয়ার

 

আমজাদ হোসেন আমু,কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তাবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গভর্নেস ইনোভেশন (জিআইইউ), প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহম্মেদ বাপ্পী,ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রক্সী।

এসময় কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (অতি.) উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার ও সঞ্চালনায় ছিলেন উপকূল কলেজ প্রভাষক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ।

দিনব্যাপী কর্মশালায় সরকারি বিভিন্ন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সমাজ কর্মী, ধর্মীয় নেতা,এনজিও কর্মী, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্কুল, কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় পর্যায়ে সরকারে সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমুর্তি উজ্জ্বল করছে। এ উন্নয়ণের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকার স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ও নানামুখী কার্যক্রম গ্রহন করছে। এর ধারাবাহিকতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.