এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতল বাংলাদেশ

শেয়ার

এশিয়া কাপ আর্চারির রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ।

চীনা তাইপেতে অনুষ্ঠিত এবারের আসরে পদক জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশের আর্চাররা। তবে পদক জয়ের লক্ষ্য নিয়ে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-১ এ পা রাখা দিয়া সিদ্দিকী ব্যক্তিগতভাবে কোনো পদক জয়ের স্বাদ পাননি।

অবশেষে হাকিম আহমেদ রুবেলের সঙ্গে জুটি বেঁধে স্বর্ণ জিতলেন দিয়া। ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিত্ব করা এই জুটি। তবে আজকের দিনের শুরুটা ভালো ছিল না দিয়া-হাকিম জুটির। ফাইনালের প্রথম সেটে বাংলাদেশ ৩৮-৩৬ পয়েন্টে হেরে পিছিয়ে পড়ে। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ায় তারা। পর পর দুই সেট জিতে ৩৬-৩৫ ও ৩৭-৩৩ পয়েন্টে। একটা পর্যায়ে বাংলাদেশ তিন সেটে ৪-২ সেট পয়েন্টে এগিয়ে যায়। এরপর শেষ সেট ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলেও বাংলাদেশ জিতে যায় ৫-৩ সেট পয়েন্টে।

এর আগে শুক্রবারের (১৭ মার্চ) সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ। আর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছিল মালয়েশিয়াকে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.