এবার সংক্রমণ ছড়াচ্ছে ওমিক্রন বি২!

শেয়ার

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সারা বিশ্বেই আতঙ্ক ছড়াচ্ছে। গত বছরের শেষে দক্ষিণ আফ্রিকায় প্রথম ধরা পড়ে করোনার ধরন ওমিক্রন। এতদিন এই ওমিক্রনের মূলত বি১ উপরূপ (সাব-ভারিয়েন্ট)-ই সংক্রমণ ছড়িয়েছে। এবার ওমিক্রনের বি২ উপরূপে ব্রিটেনে বহু মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

জিন পরীক্ষার পর ব্রিটেনে এখনও পর্যন্ত ৪২৬ জনের শরীরে এই উপরূপ শনাক্ত হয়েছে। ডেনমার্ক, অস্ট্রেলিয়া, চীন ও সিঙ্গাপুরেও এই উপরূপে সংক্রমণের খবর মিলেছে। এখন প্রশ্ন হলো, ওমিক্রনের বি১ উপরূপের চেয়ে বি২ উপরূপ কি বেশি বিপজ্জনক?

ব্রিটেনের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার তথ্যমতে, বি২ উপরূপের বিশেষ কোনো পরিব্যক্তি (মিউটেশন) নজরে আসেনি।

সংস্থার ইনসিডেন্ট ডিরেক্টর মীরা চাঁদ বলেন, বি২ এর কারণে সংক্রমিত ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েন কি না, তা এখনই বোঝা যাচ্ছে না। এই উপরূপ নিয়ে খুবই কম পরিমাণ তথ্য হাতে এসেছে। আমরা আরও খতিয়ে দেখছি।

লন্ডনের ইম্পিরিয়াল কলেজের ভাইরাস বিশেষজ্ঞ টম পিকক বলেন, বি১ এর থেকে যে খুব বেশি আলাদা এই উপরূপ, এ কথা এখনই বলা সম্ভব নয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.