উদ্ধারকাজে বিলম্ব, ক্ষমা চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট

শেয়ার

ভয়াবহ ভূমিকম্পে উদ্ধারকাজে বিলম্বের জন্য ক্ষমা চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। সোমবার ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে একটি পরিদর্শনের সময় ক্ষমা চান তিনি। খবর এএফপির

এরদোয়ান বলেন, ভূমিকম্পের বিধ্বংসী প্রভাব ও খারাপ আবহাওয়ার কারণে আদিয়ামানে আমরা প্রথম কয়েক দিন যেভাবে চেয়েছিলাম সেভাবে কাজ করতে পারিনি। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।

এদিকে তুরস্কে আবার ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়।

দেশটির সরকারি এক কর্মকর্তা বলেছেন, আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশ কিছু ভবন এবারের ভূমিকম্পে ধসে পড়েছে। ভূমিকম্পে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন অনেকেই।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলেছে, সোমবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের মালাতিয়া প্রদেশের ইয়েসেলিরুত শহরে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.