ইসির সঙ্গে আ’লীগসহ ১৩ দলের বৈঠক আজ

শেয়ার

 ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আওয়ামী লীগসহ ১৩টি রাজনৈতিক দলের বৈঠক আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৩টায় রাজধানীর নির্বাচন ভবনে ইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ইসির যুগ্ম-সচিব আসাদুজ্জামান।

আজ বৈঠকে বসতে যাচ্ছে যেসব দল-

বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি,  বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.