ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মানবন্ধন প্রতিবাদসমাবেশ

শেয়ার

 

লক্ষ্মীপুরঃ

পাঠ্যসুচির উপর কলম ধরলে সারা দেশ অচল করে দেয়া হবে এবং সরকার পাঠ্যসূচিপর্যালোচনায় জন্য আবারও বিতর্কিত ব্যক্তিদের দায়িত্ব দিয়েছেন যা আমাদেরজন্য মোটেও শোভনীয় নয়। যদি ষড়যন্ত্রকারীরা আবারও পাঠ্যসূচির উপর কলম ধরেতাহলে সারা বাংলাদেশে আন্দোলনের দাবালন জ্বলে উঠবে, প্রয়োজনে পীর সাহেবচরমোনাইর নেতৃত্বে দেশ অচল করে দেয়া হবে। কারন জীবন বিধ্বংসী অন্য কোনশিক্ষানীতি মেনে নেয়া হবে না। এজন্য অবিলম্বে পাঠ্যবই পর্যালোচনায়গঠিত বির্তকিত কমিটি বাতিল ও হিন্দুত্ববাদী সিলেবাস পূনঃবহালেরঅপচেষ্টার প্রতিবাদে (২১জুলাই) শুক্রবার সকাল ১০টায় রামগঞ্জ চৌরাস্তাপুলিশ বক্সের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখারউদ্যোগে মানব্বন্ধন এবং প্রতিবাদ সমাবেশে লক্ষ্মীপুর জেলার সভাপতি মুহা.মাহমুদুল হাসান একথা বলেন। সমাবেশে রামগঞ্জ উপজেলা ইশা ছাত্র আন্দোলনেরভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকমুহাম্মদ ইসমাইল হোসাইনের সঞ্চালনায় মানব্বন্ধনে মানব্বন্ধনে আরো বক্তব্যরাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক মুহা.রাশেদুল ইসলাম, রামগঞ্জ উপজেলার সহ-সভাপতি শেখ রিয়াদ হোসাইন,উপজেলা সাংগঠনিক সম্পাদক মু.ইয়াছিনআরাফাত, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ পারভেজ আটিয়া,উপজেলা অর্থসম্পাদক মু.নাছির উদ্দিন,রামগঞ্জ পৌর সভাপতি রাকিবুল ইসলাম, আইএবিরামগঞ্জ উপজেলা সভাপতি জননেতা মাওলানা হুসাইন আহমেদ, উপজেলা প্রশিক্ষণসম্পাদক ক্বারী আব্দুর রব আল মামুম,উপজেলা অর্থ সম্পাদক হাবিবুররহমান,প্রচার সম্পাদক শাহ্ পরান যুব আন্দোলন উপজেলা সহ সম্পাদকশোয়াইব হোসাইন প্রমুখ। মানব্বন্ধনে শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেনযুব আন্দোলনের আহবায়ক মু.জাকির হোসাইন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.