ইসরায়েলি হামলায় প্রাণ গেল প্রায় ১০ হাজার ফিলিস্তিনির

শেয়ার

ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইসরায়েলের নির্বিচার হামলায় প্রতিদিন শত শত মানুষের প্রাণহানি ঘটছে। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা প্রায় ১০ হাজারে দাঁড়িয়েছে।

সোমবার (০৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি, রয়টার্স, আল জাজিরা’র প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, রোববার (০৫ নভেম্বর) রাতভর ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় গাজা উপত্যকায় নতুন করে ২০০ মানুষ নিহত হয়েছেন। এর ফলে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৯২২ জনে পৌঁছেছে।

চার সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের অবসানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থা আহ্বান জানালেও তাতে কর্ণপাত করছে না ইসরায়েল। তবে চলমান এই যুদ্ধে ইসরায়েলে অন্তত ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

ইসরায়েলের স্থল বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকাকে দুই ভাগে বিভক্ত করে হামলা পরিচালনা করছে। গাজা নগরীকে চারদিক থেকে ঘিরে স্থল, আকাশ ও সমুদ্র থেকে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.