‘আড়িপাতা ’ নিয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার

ইন্টারনেট মাধ্যমে রাষ্ট্রবিরোধীমূলক কর্মকাণ্ডে নজরদারিতে ইসরায়েল থেকে সরকারের বিরুদ্ধে আড়িপাতার যন্ত্র কেনার অভিযোগ তুলে উদ্বেগ জানিয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বিষয়ে সংসদে রাষ্ট্রপক্ষের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ বিষয়ে সরকারের বক্তব্য তুলে ধরেন।

দেশের অভ্যন্তরে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে কি না এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে আইনিভাবেই আড়িপাতার ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য একটি ইন্টিগ্রেটেড ল’ফুল ইন্টারসেপশন সিস্টেম-আইএলআইএস (আইনিভাবে মুঠোফোন ও ইন্টারনেট মাধ্যমে আড়িপাতার প্রযুক্তি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.