আফগানিস্তানে নিষিদ্ধ হচ্ছে মাদকদ্রব্যের চাষ

শেয়ার

আফগানিস্তানে গাঁজা চাষ নিষিদ্ধ করেছে দেশটির শাসক গোষ্ঠী। এ নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তিরও বিধান রাখা হয়েছে। ইসলামী আইন অনুসারেই এ নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিচার হবে বলে জানিয়েছে তারা।

শনিবার আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে যে এখন থেকে দেশটিতে গাঁজার চাষ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার এক আদেশ অনুযায়ী, ‘আফগানিস্তানের সব অঞ্চলে গাঁজা চাষ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে চাষকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হবে। এছাড়া বিধি-নিষেধ অমান্যকারীদের শরিয়া নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে।’

আফগানিস্তানে সর্বাধিক উত্পাদিত মাদকদ্রব্যগুলোর মধ্যে আফিম ও গাঁজা অন্যতম। তালেবান শাসনের আগে সেখানে এ মাদকদ্রব্যগুলোর ব্যাপক চাষ হতো। জাতিসংঘের ২০১০ সালের পরিসংখ্যান অনুসারে, ‘আফগানিস্তানে পশ্চিমাপন্থী সরকার ক্ষমতায় থাকার সময় সেখানকার কৃষকরা দেশটিতে ব্যাপক হারে গাঁজার চাষ করত। এটা ছিল দেশটির সর্বাধিক উত্পাদিত ফসলগুলোর একটি। ২০১০ সালে দেশটি এ মাদকদ্রব্যের শীর্ষ সরবরাহকারী হয়ে উঠেছিল।’

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.