আজই ঘোষণা হতে পারে নতুন রাষ্ট্রপতির নাম

শেয়ার

জাতীয় নির্বাচনের বছরে দেশের নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে এতদিন নানা জল্পনা-কল্পনা থাকলেও অপেক্ষার প্রহর ফুরিয়েছে রোববার। এককভাবে দলের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের পরিষদের সদস্য ও দুদকের সাবেক কমিশনার মোহম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। এই পদে অন্য কোনো প্রার্থী থাকায় তিনিই হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

ফলে রাষ্ট্রপতি পদে নির্বাচন হচ্ছে না। এখন শুধু মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা বাকি। সোমবার (১৩ ফেব্রুয়ারি) হতে পারে সেই ঘোষণা।

পরে নতুন রাষ্ট্রপতির গেজেট হবে। এরপর থাকবে শপথ অনুষ্ঠান। যেহেতু বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদ শেষ হবে ২৪ এপ্রিল। তাই নতুন রাষ্ট্রপতিকে দায়িত্ব নেওয়ার জন্য ২৩ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ২৪ এপ্রিল বঙ্গভবনের দরবার হলে তার শপথ হবে।

এর আগে গত রোববার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল, সোমবার যাচাই-বাছাই শেষে ঘোষণা হতে পারে নতুন রাষ্ট্রপতির নাম। সে ব্যাপারে জোর প্রস্তুতিও চলছে নির্বাচন কমিশনে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.