অভিযানে নামে ঘরভাংচুর ও মালামাল নিয়ে যাওয়ায় অভিযোগ

শেয়ার
মো. ফয়েজ মাহমুদ :লক্ষ্মীপুর কমলনগরের নিষিদ্ধ গলদা ও বাগদা চিংড়ি পোনা সংরক্ষণ অভিযানের নামে ঘর ভাংচুর ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে।
মঙ্গলবার( ১২ মে) সকালে জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসাইন ও নৌ পুলিশ এবং কোস্ট গার্ড সহ অভিযানে এই ভাংচুর ও মালামাল নিয়ে যায়।
স্থানীয় জেলে জামাল, শরিয়ত উল্যাহ, আবদুর রশিদসহ জেলেরা জানান, গলদা ও বাগদা চিংড়ি পোনা ধরার জন্য প্রতিবছর জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে নিয়মিত ভাবে ‍চুক্তিভিত্তিক চাঁদা দিতে হয়। এবছর চাঁদা দিতে না পারায় আমাদের ঘর ভাংচুর, সৌরবিদ্যুতের সোলার, ব্যাটারী, ও আসববাপত্র নিয়ে যায়।
জেলেরা এর সুষ্ঠ বিচার দাবী করছেন।
লক্ষ্মীপুর জেলা মৎস কর্মকর্তা মোঃ বিল্লাল হোসাইন জানান, জেলের কাছ থেকে চাঁদা চাওয়া,টাকা পয়সা নেওয়া ও ঘর ভাংচুর বিষয়টি সত্য নয়। গলদা ও বাগদা চিংড়ি পোনা সংরক্ষণের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার নদীতে এ অভিযান চালিয়ে জেলেদের বাগদা ও গলদা পোনা ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.