শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

শেয়ার

রাজধানীসহ দেশের সব মহানগরে চলাচল করা বেসরকারি বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করলেন সরকার। সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে গতকাল রোববার এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে আজ সোমবার প্রজ্ঞাপনটি প্রকাশ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বাসে অর্ধেক ভাড়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে এ প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে- পাঁচটি শর্তে বেসরকারি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া হবে।

বর্তমান ভাড়ার ৫০ শতাংশ কম; যাত্রাকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা-প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে; সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে এ হাফ ভাড়ার (কন্সেসনকৃত ভাড়ার) সুযোগ পাবে; শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির দিনে হাফ ভাড়া প্রযোজ্য হবে না এবং দূরপাল্লার বাসে হাফ ভাড়া প্রযোজ্য হবে না।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.