২১৫ রান করতে পারবে তো বাংলাদেশ?

শেয়ার

টি-টোয়েন্টি ক্রিকেটে কখনো ২০০ রান করেনি বাংলাদেশ। কিন্তু আজ জিততে হলে করতে হবে। নিদাহাস ট্রফির ম্যাচে আজ শ্রীলঙ্কাকে হারাতে হলে বাংলাদেশকে করতে হবে ২১৫ রান। শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

দলের পক্ষে কুসল মেন্ডিস ৩০ বল খেলে করেছেন ৫৭ রান। ৪৮ বল খেলে ৭৪ রান করেন কুসল পেরেরা। ১৫ বল খেলে ৩২ রান করে অপরাজিত থাকেন উপুল থারাঙ্গা। দুই বল খেলে ৬ রান করে অপরাজিত থাকেন জীভন মেন্ডিস। বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ২টি, মোস্তাফিজুর রহমান ৩টি ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট নেন।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে। ৩.৫ ওভারে তারা দলীয় ৫০ রান পূরণ করে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তাদের দ্রুততম দলীয় অর্ধশত। ইনিংসের পঞ্চম ওভারে মোস্তাফিজুর রহমান বোলিংয়ে এসে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙেন। ওভারের তৃতীয় বলে দানুশকা গুনাথিলাকাকে বোল্ড করেন তিনি। ১৯ বল খেলে ২৬ রান করেন গুনাথিলাকা।

এরপর কুসল মেন্ডিসের সঙ্গে জুটি বাঁধেন কুসল পেরেরা। দুইজনই তাণ্ডব চালাতে থাকেন। ২৬ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন। বোলিংয়ে যখন উইকেট খরা চলছে তখন ১৪ ওভারে নিজেই বল হাতে তুলে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই ওভারে দুইটি উইকেট নেন তিনি।

ওভারের দ্বিতীয় বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ হন কুসল মেন্ডিস। ৩০ বল খেলে ৫৭ রান করেন তিনি। এই রান করার পথে দুই চার ও পাঁচটি ছক্কা হাঁকান মেন্ডিস। ওভারের পঞ্চম বলে সেই সাব্বির রহমানের হাতেই ক্যাচ হন দাসুন শানাকা। দুই বল খেলে শূন্য রান করেন তিনি।

তাসকিন আহমেদের করা ১৫তম ওভারের শেষ বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ হন দিনেশ চান্দিমাল। চার বল খেলে দুই রান করেন তিনি। ইনিংসের শেষ ওভারে দুইটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ওভারের দ্বিতীয় বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ হন কুসল পেরেরা। ৪৮ বল খেলে ৭৪ রান করেন তিনি। এই রান করার পথে আটটি চার ও দুইটি ছক্কা হাঁকান তিনি। চতুর্থ বলে নাজমুল ইসলাম অপুর হাতে ক্যাচ হন থিসারা পেরেরা। এক বল খেলে শূন্য রান করেন তিনি।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে। গত ১০ মার্চ ভারতের বিপক্ষে ছয় উইকেটে হেরেছিল বাংলাদেশ। গত ৬ মার্চ ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ইনিংস: ২১৪/৬ (২০ ওভার)

(দানুশকা গুনাথিলাকা ২৬, কুসল মেন্ডিস ৫৭, কুসল পেরেরা ৭৪, দাসুন শানাকা ০, দিনেশ চান্দিমাল ২, উপুল থারাঙ্গা ৩২*, থিসারা পেরেরা ০, জীভন মেন্ডিস ৬*; তাসকিন আহমেদ ১/৪০, মোস্তাফিজুর রহমান ৩/৪৮, রুবেল হোসেন ০/৪৫, মেহেদী হাসান মিরাজ ০/৩১, নাজমুল ইসলাম অপু ০/২০, সৌম্য সরকার ০/১১, মাহমুদউল্লাহ রিয়াদ ২/১৫)।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.