লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

শেয়ার

সবুজে বাঁচি, সবুজে বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’  এ স্লোগানে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।

শনিবার (২১ জুলাই) সকালে বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বৃক্ষমেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সহকারী বন সংরক্ষক মো. মফিক উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন খাঁন প্রমুখ।

মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা নিয়ে প্রায় অর্ধশত স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। আগামী ২৮ জুলাই মেলা শেষ হবে

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.