বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শেয়ার

 আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আর এই বাধা কাটাতে পারলেই প্রথমবারের আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠা। কিন্তু এটা যে সহজ হবে না সেটা সবারই জানা। এজন্য একটি শক্তিশালী দল নিয়েই মাঠে নামবেন মাশরাফি। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষের একাদশই রেখে দেওয়ার সম্ভাবনা প্রবল।

কিউইদের বিপক্ষে চার পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। এদিনও চার পেসার থাকার সম্ভাবনা রয়েছে। তবে একজন বেশি ব্যাটসম্যান রাখতে চাইলে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন তাসকিন কিংবা রুবেল হোসেনের যেকোনো একজন। পরিবর্তে দলে ঢুকতে পারেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা সাব্বির রহমানের ব্যাটে রান নেই, আবার বিকল্প থাকা ইমরুলও ভালো করতে পারছে না। তাই এদিনও টিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাব্বিরের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদুল্লাহ রিয়াদ
৭. মোসাদ্দেক হোসেন সৈকত
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. রুবেল হোসেন
১০. তাসকিন আহমেদ/মেহেদী হাসান মিরাজ
১১. মুস্তাফিজুর রহমান।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.