কুষ্টিয়ার হরিপুরে জমি নিয়ে বিরোধের জেরে কলাগাছ কর্তন

শেয়ার

 কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মহাসীন প্রামানিকের কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার সকালে হরিপুর জোড়া বটতলা মোড়ে জমি দখলের কৌশল হিসেবে মহসীনের কলাবাগানের প্রায় ২৪০টি কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে মহাসীন প্রামানিক কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার ১নং হাটশ হারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হরিপুর বিশ্বাসপাড়া এলাকার মৃত বিলাত আলীর ছেলে মহসীন প্রামানিক তার পৈতিক ২ একর ৩৫ শতক জমির উপর গড়ে তুলেছে কলাবাগান। তাদের এই জমি জোর পূর্বক ভোগদখলের পায়তারা চালাচ্ছে হরিপুর বিশ্বাসপাড়ার আল-আমিন ও আব্দুর রাজ্জাক, পিতা নজর আলী, সুজন পিতা আব্দুর রাজ্জাকসহ তাদের লোকজন। এই বিরোধের জের ধরে জমি দখলের কৌশল হিসেবে মহাসীনের ২ একর ৩৫ শতক কলাবাগানের প্রায় ২৪০টি কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এর আগেও বেশ কয়েক বার মহাসীনের কলাবাগানের কলাগাছ কেটে দেয় প্রতিপক্ষের লোকজন। এবিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট অভিযোগ জানালেও কোন প্রতিকার পায়নি তারা। অভিযোগ সূত্রে আরও জানা যায়, কুষ্টিয়ার জজকোর্টে বিবাদী গনের বিরুদ্ধে এই জমি নিয়ে মামলা চলমান রয়েছে। কিন্তু বিবাদী গন মামলা চলমান থাকার পরও ওই জমি দখল নিতে কলাবাগানের ২৪০ টি কলাগাছ কেটে দিয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। স্থানীয় ইউপি সদস্য সেলিম জানান, এই জমি নিয়ে এর আগেও বসাবসি হয়েছে ইউনিয়ন পরিষদে এবং কোর্টে একটি মামলা হয়েছে। শুনেছি মামলাটি এখনো চলমান রয়েছে। এক্ষেত্রে যারা এই কলাগাছ গুলি কেটেছে, তারা অপরাধ করেছে। দেশে আইন-আদালত আছে। যদি কেউ জমি পেয়ে থাকে তাহলে তাকে আইনের মাধ্যমে নিতে হবে। জোর করে গাছ কেটে জমি দখল করার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা এস আই জিন্না জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। যেহেতু জমি নিয়ে মামলা রয়েছে কোর্টে, সেই ক্ষেত্রে জমির বিষয়ে আমরা কিছু বলার নেই। তবে গাছ কাটার বিষয় দুই পক্ষকেই থানায় আসতে বলেছি। খুব দ্রুত এটার সমাধান হয়ে যাবে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.