লক্ষ্মীপুরে কালভার্ট ভেঙে যোগাযোগ বন্ধ

শেয়ার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের বাংলাবাজার থেকে খায়ের হাট সড়কের একটি কালভার্ট ভেঙে পড়ায় উপজেলার মধ্যে গত তিনদিন যাবত্ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ইউনিয়নের প্রায় ১০ গ্রামের জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন। গত মঙ্গলবার বিকালে সড়ক দিয়ে একটি মালবাহী বড় ট্রাক পার হয়ে গেলে মিয়ার বাড়ির সামনের কালভার্টটি হঠাত্ ভেঙে যায়। এলাকাবাসী জানান, বামনী ইউনিয়নের বাংলাবাজার থেকে খায়ের হাট সড়কের মিয়ার বাড়ির সামনের দুপাশে খালে ক্যানেল মিলিত হয়েছে। এ খালের উপরে নির্মিত পুরনো কালভার্টটি সংস্কারের অভাবে কিছুদিন আগে কিছু অংশ ধসে যায়। সর্বশেষ কালভার্টের উপর দিয়ে একটি মালবাহী ট্রাক পারাপার হতে গিয়ে তা ভেঙে পড়ে। ফলে এ সড়ক দিয়ে যাতায়াতকারী ট্রাক, হিউম্যান ও সিএনজি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে গত তিনদিন ধরে ইউনিয়নের ১০ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলা শহরে এ সড়ক দিয়ে চলাচলের সুযোগ না থাকায় তাদেরকে অতিরিক্ত প্রায় পাঁচ কি.মি. ঘুরে যেতে হচ্ছে। এতে তাদের খরচ ও ঝুঁকি দুটোই বাড়ছে। উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন ভূইয়া জানান, কালভার্টটি খারাপ থাকায় সংস্কারের জন্য আরও একমাস আগে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। ওই সময় কালভার্টটি পুনর্নির্মাণের জন্য আবেদন করেছি। তবে ভেঙে পড়ার বিষয়টি আমাদের কেউ জানায়নি। এখন অল্প সময়ের মধ্যেই কাজ শুরু হবে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.