শিক্ষকদের নিরাপত্তায় আইন করতে হবে- বিএমজিটিএ

শেয়ার

শিক্ষকদের নিরাপত্তায় আইন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)।

শুক্রবার (২২ জুলাই) সকালে কুমিল্লা হলি ক্রিসেন্ট স্কুল এন্ড কলেজ হলরুমে বিএমজিটিএ কুমিল্লা জেলা কমিটির সম্মেলন থেকে সরকারের কাছ এ দাবি  করা হয় ।

কুমিল্লা জেলা বিএমজিটিএ এর সভাপতি মোঃ গোলাম মোস্তাফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা বিএমজিটিএ‘র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ ।

এ সময়ে মোঃ হারুন অর রশিদ বলেন, দেশে শিক্ষকদের উপর প্রতিনিয়ত হামলা ও নির্যাতন চালানো হচ্ছে ।এ গুলো কোন ভাবেই মেনে নেয়া যায় না । এভাবে চলতে  থাকলে শিক্ষকেরা মনোবল হারিয়ে শিক্ষা কার্যক্রম থেকে দুরে সরে যাবে । শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে । তখন এর দায় সরকারকেই নিতে হবে । তাই শিক্ষকদের নিরাপত্তায় শিক্ষা আইনের বিকল্প নেই ।

প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের মহাসচিব মোঃ শান্ত ইসলাম বলেন, মাদরাসা জনবল কাঠামো ও নীতিমালা দ্রুত সংশোধন করে মাদরাসা প্রভাষকদের ৫০% সহকারী অধ্যাপক  ও ১৬ বছর পর সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে ।

এ সময়ে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব কে, এম শামীম, অর্থ সম্পাদক  মেহেদী হাসান সরকার, দপ্তর সম্পাদক এলিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম  উদ্দিন প্রমুখ ।

এ সময়ে নেতৃবৃন্দ সম্প্রতি ঘটে যাওয়া  শিক্ষকদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

পরবর্তীতে বিকেলে বিএমজিটিএ এর  ফেনী জেলায় মোঃ হারুনুর রশীদকে সভাপতি ও মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য জেলা কমিটি গঠন করা হয় ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.