৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

শেয়ার

৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে চীন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে দেশটির জিনজিয়াং প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভূমিকম্পে অন্তত দুটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রদেশের বড় একটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ অঞ্চলটির একাধিক ট্রেনের যাত্রা বাতিল করেছে। দুই শতাধিক উদ্ধারকর্মী মাঠে নামানো হয়েছে। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ভূমিকম্পের জন্য এটি একটি সক্রিয় অঞ্চল। তবে এই আকারের ভূমিকম্প এই অঞ্চলে খুব কমই ঘটে। প্রায় ৪৬ বছর আগে এই অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ঘটেছিল।

এর আগে, সোমবার (২২ জানুয়ারি) চীনের পার্বত্য প্রদেশ ইউনানে ভয়াবহ ভূমিধসে ১৮টি পরিবারের বাড়িঘর ও অন্তত ৪৭ জন মানুষ চাপা পড়েছে।

সূত্র : বার্তা সংস্থা এপি

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.