সমাবেশের স্থান নির্ধারণে এখনো অপেক্ষায় বিএনপি

শেয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে উত্তাপ বাড়ছে। প্রতিনিয়তই সভা-সমাবেশ করছে দেশের রাজনৈতিক দলগুলো। এরমধ্যে গত কয়েকদিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপির সরকার পতনের আন্দোলন।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির সমাবেশকে ঘিরে বর্তমানে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীতে। এরই মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নয়াপল্টনে দলীয় কার্যালয় ছাড়াও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ।

যদিও সমাবেশের সময় ঘনিয়ে এলেও সমাবেশস্থল এখনো ঠিক হয়নি। অবশ্য, ২৬ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। তবে নিজেদের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী নয়াপল্টনেই সমাবেশে অনড় বিএনপি। এমন অবস্থায় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ করতে সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টন ব্যতীত নতুন ভেন্যু নিয়ে এখনো অপেক্ষা করতে হচ্ছে বিএনপিকে।

এ নিয়ে সোমবার (৫ ডিসেম্বর) বিকেল চারটা থেকে ৫টা পর্যন্ত পুলিশের মতিঝিল জোনের ডিসির সঙ্গে দীর্ঘ এক ঘণ্টার আলোচনা শেষেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তবে বিষয়টি নিয়ে আগামীকাল মঙ্গলবারও (৬ ডিসেম্বর) মতিঝিল জোনের ডিসির সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন এ্যানী।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.