আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নেতাকর্মীদেরে উদ্দেশ্যে করে বলেছেন, বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ভেদাভেদ ভূলে বর্তমানে যে ঐক্যের প্রতি জোর দিয়েছেন। সে ঐক্য হতে হবে, ইস্পাত সুদৃঢ় ঐক্য। সে ঐক্যকে ধারন করে আগামীদিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আগেও বিএনপি কোন অত্যাচার-নির্যাতনের কাছে মাথা নত করেনি এবং আগামীতেও করবেনা। অতীতে যেভাবে আন্দোলন সংগ্রাম ও লড়াই করতে হয়েছে। আগামীদিনেও তা অব্যাহত রাখতে হবে। বিএনপি ক্ষমতার রাজনীতি করেনা। দেশ ও জনগনের কল্যানে কাজ করতে হবে।
মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নারায়নপুর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গ্রামের বাড়িতে তার বাবা আহত আজিজুর রহমান বাচ্চু মোল্লাকে তার বাড়িতে দেখতে ও সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন এ্যানী। তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুসহ জেলা ও উপজেলা বিএপির নেতারা।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও তার বাবা আজিজুর রহমানসহ পরিবারের সদস্যদের সাহসী ভূমিকার কথা উল্লেখ করে বলেন,
ফ্যাসিস্ট বিরোধী,শেখ হাসিনা বিরোধী এবং সম্পূন্ন যে আন্দোলনের জন্য সংগ্রাম করেছি,লড়াই করেছি। দেশের পক্ষে,জনগনের পক্ষে। কিন্তু সম্প্রতি আজিজুর রহমান বাচ্চু মোল্লার সাথে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্য দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনভাবে মেনে নেয়া যায়না। এটা কাম্য নয়। নিষিদ্ধছাত্রলীগ নেতা সন্ত্রাসী মেহেদী হাসান মঞু্র পক্ষ নেয়ার যে বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। এটার দায়িত্ব আজিজুর রহমান বাচ্চু মোল্রা নিবেন না এবং নেননি। সুতরাং ভূল বুজাবুজির কোন অবকাশ নেই। তিনি ছোটবেলা থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি বর্তমানে ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই অতীতে বিএনপির নেতাকর্মীরা যেভাবে ছিলেন,এখনো একত্রে থাকবেন। সবাই একসঙ্গে থাকবেন।
তিনি আরো বলেন,স্বৈরাচার পতনের যেসব দল এক সাথে আন্দোলন ও সংগ্রাম করছে। তাদের সাথে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। হাসিনার বিচার সবার আগে বিএনপি চায়, এখনো চাচ্ছে। গত ১৬ বছর হাসিনার অন্যায়ের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে ও লড়াই করছে। কখন অন্যায়ের কাছে মাথা নত করেনি। ভবিষ্যতেও করবেনা। জুলাই আন্দোলনেও বিএনপি সংগ্রাম করেছে। এতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম, খুনের শিকার হয়েছে। কিন্তু এতো কিছুর পরেও এখনো হাসিনার বিচার শুরু হয়নি। বিচারের কথা বার বার বলা হচ্ছে। আগামীদিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্রই কাজ হবেনা। ঐক্যবদ্ধ থেকে সবাইকে তা মোকাবেলা করে সামনেে এগিয়ে যেতে হবে বলে জানান তিনি।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক লক্ষ্মীপুর পৌরসভার মেয়র সাহাবুদ্দিন সাবু ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম,সদর উপজেলা(পূর্র্) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ। এতে রামগঞ্জ উপজেল,পৌরসভা বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।