শীতে খুশকির সঙ্গে ব্রণ বাড়লে যা করবেন

শেয়ার

শীতে অনেকের মাথায় খুশকি হয়। আর খুশকির যন্ত্রণার সঙ্গে বোনাস হিসেবে পাওয়া যায় ত্বকের ব্রণ।

এ সময় এই বিরক্তিকর খুশিকি ও ব্রণের যন্ত্রণা থেকে দূরে থাকতে যা করবেন।
খুশকি তাড়াতে –

দুই টেবিল চামচ পেঁয়াজের রস, ডিমের সাদা অংশ ১টি ও এক টেবিল চামচ লেবুর রস দিয়ে মিশ্রণ তৈরি করুন। মাথায় আধ ঘণ্টা লাগিয়ে শ্যাম্পু করে নিন। শ্যাম্পু করার আগে ভালো করে মাথা ভিজিয়ে নিন। এবার হাতে লবণ নিয়ে সারা মাথায় ঘষে নিন। খুশকি দূর হবে সহজেই।

আধা কাপ মেথি সারারাত ভিজিয়ে রেখে বেটে নিন। টক দইয়ের সঙ্গে মিশিয়ে মাথায় লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করুন।

ব্রণহীন ত্বক পেতে-

ব্রণহীন ত্বক পেতে নিয়মিত নিম পাতা এবং চিরতার পেস্ট তৈরি করে ত্বক পরিষ্কার করুন। আমাদের সবার রান্নাঘরেই বেকিং সোডা থাকে। তাই খুব সহজেই পেয়ে যাবেন এটি। জানেন কি? বেকিং সোডা ব্রণ সারাতে টনিকের কাজ করে। একটি বাটিতে ১ চামচ বেকিং সোডা ও একটু পানি মিশিয়ে পেস্ট করে মুখে লাগিয়ে ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। ব্রণ কমে যাবে।

যবের গুঁড়া ১ চামচ পানি দিয়ে মিশিয়ে পেস্ট করে ত্বকে মেখে ১৫ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

অলিভ অয়েল ত্বকের জন্য ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং ত্বক কোমল ও মসৃণ হয়। নিয়মিত ব্যবহারে ব্রণের দাগ দূর করে।
পর্যাপ্ত ঘুম, প্রচুর পানি পান আর সুস্থ জীবনযাপনের মাধ্যমেই ঘরোয়া পদ্ধতিতেই আমরা পেতে পারি খুশকিমুক্ত ঝলমলে চুল ও ব্রণহীন সুন্দর ত্বক।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.