শিক্ষা,সাংস্কৃতিক,অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে নারীদের ভূমিকা অপরিসীম-শিল্পমন্ত্রী

শেয়ার

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, শিক্ষা,সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম ও রপ্তানি আয় বৃদ্ধিতে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। তাদের অবদানকে অগ্রাহ্য করার সুযোগ নেই। দেশের গার্মেন্টস শিল্পে বেশিরভাগ নারী কাজ করেন। তারা দেশের জন্য কল্যাণ বয়ে আনছেন। অর্থনৈতিক অভীষ্ট লক্ষ্য অর্জনে নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে বিশেষ ভূমিকা রাখছে। ফলে বাড়ছে নারী উদ্যোক্তা। মানব উন্নয়ন সূচকে, সামাজিক সূচকে আজ দেশ এগিয়ে যাচ্ছে। বুধবার (৮ মার্চ) সকালে নরসিংদীর মনোহরদীতে উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তারের সঞ্চালনায় ও মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম এর সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। তিনি চান, দেশের একজন নারীও যেন অসহায় না থাকেন। নারীরা যেন অন্যের দয়াদাক্ষিণের জন্য বসে না থাকেন। তিনি চান, পরনির্ভরশীল না থেকে নারীরা স্বাবলম্বী হবেন। সে লক্ষ্য নিয়েই বর্তমান সরকার তথ্য প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে মুক্তিযোদ্ধের চেতনায় কাজ করে যাচ্ছে।”ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,”জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য মনোহরদী উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় আন্তর্জাতিক নারী দিবসে এ আলোচনা সভার আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন,জেলা পরিষদ সদস্য ইশরাত জাহান তামান্না, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা প্রমূখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.