শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা

শেয়ার

 কমলনগর: লক্ষ্মীপুরের কমলনগরে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার হাজিরহাটে ইউআরসি ভবনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী, বিশেষ অতিথি, উপজেলা সহকারী কমিশনার ভূমি পূদম পুস্প চাকমা, থানা ভারপাপ্ত কর্মকর্তা, মো. নুরুল আবছার, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো.আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সফিক উদ্দিন, সাংবাদিক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা মো. আকতারুজ্জামান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ সরকারী কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, বাঙালী জাতির জন্য আজকের দিনটি পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। তৎকালীন পাকিস্তানি শাসকের নির্দেশে এ হত্যা পরিচালিত হয়। যেন স্বাধীনতার পর দেশে বুদ্ধি পরামর্শ দাতাদের চিহ্নিত করে এটি করা হয়। সে হিসেবে আজকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস পালিত হচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক সহকারী কর্মকর্তা মো.তৌহিদুল ইসলাম।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.