লক্ষ্মীপুরে ৩ টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

রোববার (২৯ মে) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় ৩ টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভিযানে লক্ষ্মীপুর শহরের হাসপাত রোড এলাকায় আল করিম ডায়াগনস্টিক সেন্টার, নুরাইন ডায়াগনস্টিক সেন্টার,লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা ও ৩ টি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ রাহান জানান, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও বন্ধ ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.