লক্ষ্মীপুরে শীঘ্রই হচ্ছে নৌ-বন্দর : পরিদর্শনে বিআইডব্লিউটিয়ের প্রতিনিধি দল

শেয়ার

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে শীঘ্রই নৌ-বন্দরের কাজ চালু হতে যাচ্ছে। নৌ-বন্দর বাস্তবায়ন উপলক্ষ্যে কাজ শুরু করতে বিআইডব্লিউটিয়ের একটি প্রতিনিধি দল মজুচৌধুরীর হাট পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সহযোগীতায় ওই এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এর আগে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সাথে মত বিনিময় করেন। এসময় নৌ-বন্দর বাস্তবায়নের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পরিদর্শনে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি’র যুগ্ম পরিচালক (বন্দর) ও মজুচৌধুরীরহাট নদীবন্দর উন্নয়ন প্রকল্পের সুপারিশ প্রণয়ন কমিটির আহবায়ক এ. কে. এম আরিফ উদ্দিন, যুগ্ম পরিচালক (উদ্ধার) মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. এইচ. এম ফরহাদ উজ্জামান। চাঁদপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ রবিউল ইসলাম, বন্দর ও পরিবহন কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক, নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ রবিউল ইসলাম।
এসময় নৌ-বন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর সমাচার পত্রিবার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ ও সদস্য সচিব মোঃ খসরু নোমান (রতন) উপস্থিত ছিলেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.