লক্ষ্মীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

শেয়ার

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নরুল আমিন হাওলাদার (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

আহত হয়েছে রাহি (৮) নামের এক শিশু ও অপর মোটরসাইকেল আরোহী কামাল হোসেন (২৫)।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ছোট পোল (ব্রীজ) সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নরুল আমিন হাওলাদার ভবানীগঞ্জ ‘বড়-বাড়ির’ আবদুর শহীদের বড় ছেলে। তিনি কৃষি কাজ করতেন। আহত শিশু রাহি তার নাতি হয়।

অপর মোটরসাইকেল আরোহী কামাল একই ইউনিয়নের (চরউভতি) চকবাজার এলাকার আলমগীরের ছেলে।

জানা গেছে, নরুল আমিন ও তার ছেলে ইব্রাহিমের ৮ বছরের শিশুপুত্র রাহিকে নিয়ে মোটরসাইকেলযোগে চরভূতি গ্রাম থেকে বাড়িতে ফিরছিলেন। ‘ভবানীগঞ্জ বাজার টু রিফজী মার্কেট সড়কের’ ছোট পোল (ব্রীজ) নামকস্থানে পৌঁছালে অপরদিক থেকে দ্রুত-গতিতে আসা মোটরসাইকেল আরোহী কামাল হঠাৎ নিয়ন্ত্রণ হারালে নরুল আমিনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।

গুরুতর আহত হয় শিশু রাহি ও মোটরসাইকেল আরোহী নরুল আমিন ও কামাল। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে ভর্তি করেন।

 মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন ঢাকা মেইলকে বলেন, সড়ক দুর্ঘটনায় ৩ জনকে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়, অন্য দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.