লক্ষ্মীপুরে ছাত্রদলের নেতাকর্মীর ওপর ছাত্রলীগের হামলা : আহত ৫

শেয়ার

 

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ হারুনের বাসার সামনে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে ৫টি ককটেল বিস্ফোরনের ঘটায় তারা। আজ শুক্রবার রাত ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।
এসময় আনোয়ার হোসেন, শিমুল, সুমন, পলাশ ও রবিনসহ ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ জানান, ছাত্রদলের নেতাকর্মীরা আমার বাসার সামনে আসলে পরিকল্পিত ভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে ৫ নেতাকর্মীদের আহত করে।পরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটায় তারা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এদিকে জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদ শাহনেওয়াজ হিরা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা নাশকতা করার জন্য ওই স্থানে জড়ো হয়। এসময় তাদের ধাওয়া করা হয় বলে স্বীকার করেন তিনি।

এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধূরী মাহামুদ্দুন্নবী সোহেলর সাথে যোগাযোগ করার চেষ্ঠা করলেও তিনি ফোন রিসিভ করেনি।

RocketplayRocketplay casinoCasibom GirişJojobet GirişCasibom Giriş GüncelCasibom Giriş AdresiCandySpinzDafabet AppJeetwinRedbet SverigeViggoslotsCrazyBuzzer casinoCasibomJettbetKmsauto DownloadKmspico ActivatorSweet BonanzaCrazy TimeCrazy Time AppPlinko AppSugar rush
No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.