লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি:   লক্ষ্মীপুরের কমলনগরে গৃহবধূ জোসনা আক্তার মুন্নিকে হত্যার অভিযোগ এনে বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

সোমবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের কোম্পানি রাস্তার মাথা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

মানবন্ধনে নিহত গৃহবধূ জোসনা আক্তার মুন্নির স্বজনরা অভিযোগ করে বলেন, ‘মুন্নিকে নির্মমভাবে নির্যাতন করেন তাঁর স্বামী আলাউদ্দিনসহ তাঁদের পরিবারের লোকজন। শ্বশুরবাড়ির লোকজন নিযার্তনের একপর্যায়ে তাঁকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। তার শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের দাগ ছিল। হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িত সকলের দ্রুত গ্রেপ্তারসহ প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজনরা ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন নিহতের স্বজন নুরুজ্জামান, রোকসানা নেহার, আলী আহম্মদ হাজী, মো: খোকনহ স্থানীয়রা।

প্রসঙ্গত, গত ২৯ মে কমলনগর উপজেলার চর লরেন্স এলাকায় শ্বশুড়বাড়ির বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগানো গৃহবধূ জোসনার আক্তার মুন্নির মরদেহ উদ্ধার করে পুলিশ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.