লক্ষ্মীপুরে আজকে ৩ জনসহ মোট করোনায় আক্রান্ত ২২

শেয়ার

 

লক্ষ্মীপুরে নতুন করে করোনাভাইরাসে ৩ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২২ জন। চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৫টি নমুনা পরিক্ষার পর ৩ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। আজ (১৮ এপ্রিল) শনিবার রাত সোয়া ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডাক্তার আবদুল গাফফার।

নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে ০২ জন সদর উপজেলার ও ১ জন রামগঞ্জ উপজেলার বলে জানান তিনি। জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে রামগঞ্জে ১৫, কমলনগরে ০৩, রামগতিতে ০১ এবং সদর উপজেলায় ০৩ জনসহ সর্বমোট ২২ জনে দাঁড়ালো।

জানা যায়, (১৮ এপ্রিল) শনিবার রাত ১০টার দিকে বিআইটিআইডিতে লক্ষ্মীপুর জেলার ৪৫টি নমুনা পরিক্ষার পর ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এদের মধ্যে রামগঞ্জে ০১ জন এবং সদর উপজেলায় ২ জন সর্বমোট ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন আবদুল গাফফার জানান, ৪৫টি নমুনা পরিক্ষার পর ৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। পজেটিভ সনাক্ত রোগীদের বিষয়ে আইইডিসিআর এর পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.