রায়পুরে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু

শেয়ার

প্রদীপ কুমার রায়ঃ

লক্ষ্মীপুরের রায়পুরে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রফিক উল্যা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার ইয়াছিন হাজী বাড়ির মৃত শরফত উল্যা ছেলে।

উপজেলার বামনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর সাগরদী গ্রামে শুক্রবার (৯ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। মুমুর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে ইয়াছিন হাজী রোডের পোস্টমাষ্টার বাড়ি সংলগ্ন এলাকায় বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিড়ে রাস্তায় পড়ে থাকে। এলাকার লোকজন পল্লী বিদ্যুত সমিতিকে বিষয়টি কয়েকবার জানানোর পরেও সংযোগ লাগাতে আসে নাই। কিন্তু লাইনটি মেরামতে বা বিদ্যুৎ সরবরাহ বন্ধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেওয়ার আগেই এ দূর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে মোঃ আব্দুল আহাদ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে আমার বাবাকে এভাবে মৃত্যুবরণ করতে হতো না। তাঁদের গাফিলতির কারণেই আমার বাবাকে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা এর বিচার চাই।’
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহাদাত হোসেন বলেন,‘সকাল সাড়ে ৮টার দিকে গ্রাহকরা তার ছিড়ে পড়ে থাকার বিষয়টি আমাদেরকে অবহিত করেন। আমাদের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই এ দূর্ঘটনা ঘটে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের আবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.