রায়পুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাপা’র সভা-মানববন্ধন

শেয়ার

প্রদীপ কুমার রায়ঃ

করোনায় সরকার ঘোষিত লকডাউনের পর সাধারণ মানুষ যখন আবার স্বাভাবিক জীবনে ফেরার চিন্তা করছে, ঠিক তখনই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে।

এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ক্ষেত-খামার, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ওপর। দ্রব্যমূল্য আওতার বাইরে চলে গেলে শুধু দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষজন নয়, এর প্রভাব পড়ে মধ্যবিত্ত থেকে সর্বত্র।

মঙ্গলবার (৯ আগস্ট) রায়পুর উপজেলা জাতীয় পার্টি (এরশাদ) আয়োজিত দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় এসব কথা বলেছেন নেতাকর্মীরা। শহরের বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভা সভাপতিত্ব করেন জাতীয় পার্টি রায়পুর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন বাহার কমিশনার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী, পৌর সভাপতি মোঃ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাহাদুর, যুব সংহতি নেতা জসিম উদ্দিন, আনোয়ার হোসেন মিজি প্রমূখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.