রায়পুরে সর্বস্তরের মানুষের সংবর্ধনা পেলেন ইউএনও

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশে এর বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১২ ডিসেম্বর) রায়পুর উপজেলা পরিষদ হলরুমে এ সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান, উপজেলার আটত্রিশটি সংঘ-সমিতিসহ সর্বস্তরের মানুষ এসময় ফুল দিয়ে বিদায়ী অতিথিকে সংবর্ধিত করেন।

সহকারি কমিশনার (ভুমি) মনিরা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী ইসমাইল খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরুফ বিন জাকারিয়া, উপলো মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন পাঠান, প্রেসক্লাব সভাপতি আনোয়ার ঢালী প্রমুখ।

উল্লেখ্য-প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য ইউএনও অনজন দাশ চলতি বছর লক্ষ্মীপুর জেলায় প্রথম হয়েছিলেন এবং ২০২৩ সনে জাতীয় ভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ষপদত ও সনদ অর্জন করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.