রামগতিতে ৮ জেলের জেল-জরিমানা

শেয়ার

লক্ষ্মীপুর:প্রজনন মৌসুমে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৮ জেলের জেল-জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন ৮ জেলের জেল জরিমানা করেন।

এদের মধ্যে ৫ জনের একমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৩ জনের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মোমিন মৎস্য বিভাগ ও নৌ পুলিশ নিয়ে মেঘনা নদীর টাংকির ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৬টি মাছ ধরার নৌকা, প্রায় ৫ হাজার মিটার জাল, ৬০ কেজি ডিমওয়ালা ইলিশ জব্দ করা হয়।

জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়, নৌকা পুলিশ হেফাজতে রাখা হয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.