রামগতিতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

শেয়ার

রামগতি প্রতিনিধি:

 রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সাংবাদিকদের সাথে রামগতি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর মতবিনিময় করেছেন।

বৃহষ্পতিবার (১০মার্চ) সন্ধ্যায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি আলমগীর বলেন, সাংবাদিক ও পুলিশের কাজের উদ্দেশ্য একই, মানুষের সেবা করা। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।

আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করবেন।আইনের সেবক হয়ে জনতার সারিতে থেকে সাধারণ মানুষের সেবা করে যাবো। প্রতিটি মানুষ তাদের সমস্যার কথা গুলি সরাসরি বলতে পারবে ঠিক তেমন ভাবে আমি রামগতি উপজেলা বাসির জন্য কাজ করব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমল নগর উপজেলা প্রতিনিধি জনাব,মিজান মানিক

মতবিনিময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সভাপতি রিয়াজ মাহমুদ বিনু , সাধারন সম্পাদক আমানত উল্ল্যাহ, সহ-সভাপতি শাহীর শাহ,সিনিয়র সহসভাপতি মোঃ নোমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পরশ,সহ- সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সারওয়ার মিরন প্রমূখ।

উক্ত সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরো জোরদার করার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.