রামগঞ্জে ১৫০ বছর ফুর্তির মিলনমেলার মধ্যমনি এমপি আনোয়ার খান

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে নাগমুদ মাদ্রাসা অ্যালানল্মনাই এসোসিয়েশনের ১৫০ বছর ফুর্তি উপলক্ষে ‘ মিলনমেলার’ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে নবীন প্রবীণের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।

নাগমুদ মাদ্রাসা অ্যালাননাই এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শফিক মাহমুদ পিন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ৩নং ভাদুর ইউপি চেয়ারম্যান মোঃ জাবেদ হোসেন, ৭নং দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, উপজেলা স্বেচ্চাসেবক লীগের যুগ্ন আহবায়ক দেওয়ান ফয়সাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মাল, সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ ভোলাকোট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু,
নাগমুদ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ্ আলমগীর (শাওন)সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

এসময় প্রধান অতিথি এমপি আনোয়ার খান বলেন, জাতির পিতার আদর্শকে ধারণ করে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৪১তম অর্থনৈতিক দেশ প্রতিষ্ঠিত হয়েছে । ২০২১ সালের রুপকল্পের আলোকে এগিয়ে যাচ্ছে দেশ।
এই নবীন-প্রবীনের মিলনমেলা দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন এমপি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.