রামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

শেয়ার

 

লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামী মোজাম্মেল হকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় প্রদান করেন। তবে দ-প্রাপ্ত আসামী মোজাম্মেল হক পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৬ আগষ্ট রাতে রামগঞ্জ উপজেলার কাজির খিল গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাসিমা আক্তারকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ভাই মমিন উল্যা বাদী হয়ে নিহতের স্বামী মোজাম্মেল হকসহ তিনজনকে আসামী করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৬ নভেম্বর মোজাম্মেল হককে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয় রামগঞ্জ থানা পুলিশ। ২০০৯ সালের ৩মার্চ আসামী মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কার্য শুরু করেন আদালত। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য শেষে আদালত স্বামী মোজাম্মেল হকের যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদান করেন।
লক্ষ্মীপুরে অতিরিক্তি পাবলিক প্রসিউকিউটর মো. আবুল কালাম রায়ের এ তথ্য নিশ্চিত করছেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.