রামগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়লো রাশেদের ২হাজার মুরগীর বাচ্চা 

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একটি পোলট্রি ফার্মে আগুন দিয়ে ২হাজার মুরগির বাচ্চা পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগীর বাবা মুনছুর আহমেদ বাদী হয়ে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৭নং কাওয়ালিডাঙ্গার পূর্ব পাড়া দীঘির পাড় সংলগ্ন বড় বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ফার্মের মুরগির বাচ্চাসহ আংশিক অবকাঠামো পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ফার্ম মালিক রাশেদ আলম।

ফার্ম মালিক রাশেদ আলম জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ফার্ম থেকে বাসায় যাই। ২টার সময় আগুন জ্বলতে দেখেন আমার জ্যাঠাতো ভাই সুমন ও তার স্ত্রী। তারাই আমাদের ডেকে তুলেন। পরে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এলাকাবাসীসহ পাশের পুকুরে থাকা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ফার্মে থাকা ২হাজার মুরগির বাচ্চা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা ফার্মে আগুন দিয়েছে। এতে ফার্মের মুরগির বাচ্চাসহ আংশিক অবকাঠামো পুড়ে ৩ লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেক ঋণ নিয়ে ফর্মটি গড়ে তুলি। দুর্বৃত্তের আগুনে আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। আমি এর বিচার চাই।

ভুক্তভোগীর জ্যাঠাতো ভাই সুমন জানান, রাত ১টা পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। ২টার হঠাৎ দেখি আগুন জ্বলছে। এটি একটি পরিকল্পিত শত্রুতার জের ধরেই দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগী রাশেদের বাবা মুনছুর আহমেদ জানান, গত কয়েক বছর যাবত বাড়ির পাশে পুকুর পাড়ে মুরগি লালন পালন করে বিক্রি করে আসছি। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ফার্মে আগুন দেখে আমার ভাইয়ের ছেলে ও স্ত্রী ডেকে তুলেন। আগুনের লেলিহান শিখা থেকে মুরগির বাচ্চা বাঁচাতে গিয়ে হাতে কয়েকটা অংশে দগ্ধ হয়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশার জানান, এই ঘটনায় একটি একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.