রামগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভার জটিলতায় বিপাকে সাধারন মানুষ

শেয়ার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাব্যাপী জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভার গত একমাস থেকে বন্ধ থাকার কারনে ভোগান্তীতে পড়েছেন হাজার হাজার সাধারন মানুষ। গত ডিসেম্বর থেকে বর্তমানে জানুয়ারী পর্যন্ত শত চেষ্টার পরেও সার্ভারের কার্যক্রম চালু না হওয়ায় চরম ভোগান্তীতে পড়েছেন স্কুল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। প্রতিবছর ডিসেম্বর ও জানয়ারী মাসে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তিচ্ছুকরা অনলাইন জন্ম সনদ না পাওয়ায় ভর্তি কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানিয়েছেন। ৫নং চন্ডিুপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউপির তথ্য উদ্যোক্তারা জানান, প্রতিদিন বয়স সংশোধন ও শতশত স্কুল শিক্ষার্থী ভর্তিচ্ছুক শিক্ষার্থীর অভিভাবকরা ইউপি তথ্য অফিসে ভিড জমাচ্ছে। কিন্তু অনলাইন সার্ভারে কোন কাজ না করায় তাদের খালি হাতে বাড়িতে ফিরে যেতে হচ্ছে। উপজেলা তথ্য অফিসার (এ্যাসিষ্টেন্ট প্রোগ্রামার) এপি জয়দেব রায় জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভারের আধুনিকায়নের জন্য আফডেটের কাজ চলমান থাকায় সাময়িক অসুবিধা হচ্ছে। তবে খুব শীঘ্রই তা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.