মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা সাড়ে ১২ হাজার ডলার

শেয়ার

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের মানুষের মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা ১২ হাজার ৫০০ মার্কিন ডলার ধরা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুন) বাজেট প্রস্তাবনায় এ আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আমাদের ‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় হবে কমপক্ষে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার। দারিদ্র্যসীমার নিচে থাকবে ৩ শতাংশের কম মানুষ। আর চরম দারিদ্র্য নেমে আসবে শূন্যের কোঠায়।

অর্থমন্ত্রী বলেন, সকলের দোড়গোরায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে। স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা, টেকসই নগরায়নসহ নাগরিকদের প্রয়োজনীয় সকল সেবা থাকবে হাতের নাগালে। তৈরি হবে পেপারলেস ও ক্যাশলেস সোসাইটি।

এর আগে, ২০২২-২৩ অর্থবছরের বাজেটে দেশের মানুষের মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার সাত মার্কিন ডলার। সেই হিসেবে নতুন অর্থবছরে মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা তিনগুণেরও বেশি বাড়ছে।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.