বিয়ে করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
আজ সোমবার (১৭মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
ইফতারের ঘণ্টাখানেক পর দেওয়া পোস্টে রাফি লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।
পোস্টের নিচে স্ত্রীর সাথে যুগল ছবি জুড়ে দেওয়া হয়। তবে কোথায় বিয়ে হয়েছে তা উল্লেখ করা হয়নি পোস্টে।
ফেসবুকসহ বিভিন্ন মাধয়মে ছড়িয়ে পড়া তথ্যে জানা যায়, স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। তার বাড়ি বরিশালে। স্ত্রী পড়াশোনা করেন বরগুনা সরকারি মহিলা কলেজে।