বানিয়াচংয়ে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সংবর্ধনা প্রদান

শেয়ার

জুয়েল রহমান. হবিগঞ্জ প্রতিনিধিঃ
নারী জাগরণের প্রতিকৃত বেগম রোকেয়া’র স্মরণে বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় বানিয়াচংয়ে পালন করা হয়েছে।
বাঙালি নারীদের ঘরে আটকে রাখার সমাজ ব্যাবস্থার আগল ভেঙে নারী মুক্তির মশাল জালিয়ে দেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
একই দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে রোকেয়া দিবস উদযাপন ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলী সরকার।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলী সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন
ওসি তদন্ত আবু হানিফ,দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, সাংবাদিক শেখ নূরুল ইসলাম প্রমুখ।
৫টি ক্যাটাগরিতে জয়িতাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সফল জননী নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এমন নারী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে শুরু করেছেন যে নারী ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারীদের জয়িতা হিসেবে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.