বশেমুরবিপ্রবি ‘তে বিজ্ঞান ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

শেয়ার

মোঃফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ক্লাবের আয়োজনে “বিজ্ঞান ও প্রযুক্তিতে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৪ নং কক্ষে এ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি,এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ,বিজ্ঞান ক্লাবের নির্বাহী সদস্য সাদমান বিন কাওসার,বিজ্ঞান ক্লাবের সহসভাপতি রাকিব চৌধুরী।
অনুষ্ঠান থেকে দুইটি ক্যাটাগরিতে ৬ জনকে পুরষ্কৃত করে বিজ্ঞান ক্লাব।

সংগঠনটির সভাপতি মোঃ আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ কামরুজ্জামান বলেন, “আজকে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি দেশের কৃষি বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় এক বিপ্লব সৃষ্টি করেছে।আর এই রূপরেখা বঙ্গবন্ধু তার অল্প জীবনের পরিসরেই দিয়ে গিয়েছিলেন। “

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.